বাঘারপাড়া ডটকম ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ইরাদত মোল্ল্যা নামের ৮৫ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার রাতে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শুক্রবার র্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধ চলাকালে যশোরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণের মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইরাদতের বিরুদ্ধে।
এসব অভিযোগে ২০২১ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়।তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
এরপর থেকে যশোরের বাঘারপাড়া ছেড়ে ইরাদত যশোর কোতোয়ালি এলাকায় আত্মগোপনে ছিলেন বলে র্যাব কর্মকর্তাদের ভাষ্য।